পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে পুনর্মিলন উৎসব পালিত হয়েছে। আজ ২১ আগস্ট দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে এই পুনর্মিলন উৎসব পালিত হলো।
প্রাক্তন ছাত্র জয়দেব বেরা জানান, গাছে জল দানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সারা দিনব্যাপী একের পর এক নাচ, গান, বক্তৃতা, চিত্রাঙ্কন, কবিতা পাঠ, নাটক ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয় ।
এছাড়াও এই অনুষ্ঠানে ‘সমাজ দর্পণ’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজতত্ত্বের বিভাগীয় প্রধান মাননীয় সৈয়দ আব্দুল হাফিজ মঈনুদ্দিন মহাশয় এবং বিভাগীয় অধ্যাপিকা অমৃতা গুপ্ত মহাশয়া, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। ভবিষ্যতে ‘সমাজতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের’ বিভিন্ন সমাজ কল্যাণ ও শিক্ষা মূলক কাজ করার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে চায়।