সোমালিয়ার রাজধানীতে আল শাবাবের হামলা, নিহত ১০

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রস্থলের কাছে একটি আবাসিক হোটেলের নিয়ন্ত্রণ নিতে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় ১০ জন নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হোটেলের সামনে দুটি বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে প্রবেশ করে গুলি করা শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীরা হোটেলের উপরে অবস্থান করছে।

এক বিবৃতিতে আল শাবাব হোটেল কমপ্লেক্সটির দখল নিয়েছে বলে দাবি করেছে। মোগাদিশুর হায়াত হোটেলটি কেন্দ্রীয় সরকারের কর্মীদের একটি পছন্দের বৈঠক স্থল বলে জানা গেছে।

মোগাদিশুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আব্দিকাদির বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “পুলিশের বিশেষ একটি ইউনিট হোটেলটি থেকে কয়েক ডজন অতিথি ও কর্মীকে উদ্ধার করেছে। হোটেল ভবনের একটি রুমে অবস্থান নেওয়া সন্ত্রাসীদের ঘিরে ফেলে তাদের নিষ্ক্রিয় করছে নিরাপত্তা বাহিনী। অধিকাংশ লোককে উদ্ধার করা হলেও এ পর্যন্ত অন্তত আট বেসামরিকের নিশ্চিত মৃত্যু হয়েছে।”

- বিজ্ঞাপন -

এর আগে আল শাবাবের সঙ্গে সম্পর্কিত একটি ওয়েবসাইটে জানানো হয়, এক দল যোদ্ধা “জোর করে” হোটেলটিতে প্রবেশ করে “নির্বিচার গুলিবর্ষণ করছে”।

বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ছবি ও ভিডিওতে হোটেলটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে এবং চিৎকার ও জোরালো শব্দ শোনা গেছে।

এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “হায়াত হোটেলকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এর একটি হোটেলের সামনে একটি বেড়ায় আঘাত করে, অপরটি হোটেলের গেইটে আঘাত হানে।”

আল কায়েদার শাখা আল শাবাব দীর্ঘদিন ধরে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। সোমালিয়ার দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের অধিকাংশ এলাকা গোষ্ঠীটির নিয়ন্ত্রণে আছে। কিন্তু তারা মোগাদিশুভিত্তিক সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতেও তাদের প্রভাব বিস্তারের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!