বিশ্বের শীর্ষ ১০০ ব্যস্ততম কনটেইনার বন্দরের তালিকায় তিন ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। ২০২২ সালের শীর্ষ ১০০ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৬৪তম। এক বছর আগে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৭তম।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ২০২১ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের বার্ষিক কনটেইনার ওঠা-নামার হিসাব মূল্যায়ন করে এ তালিকা প্রকাশ করেছে বন্দর ও শিপিং সংক্রান্ত জার্নাল লয়েডস।
এর আগে, ২০২০ সালে বিশ্বের সেরা ১০০ বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর ছিল ৫৮তম। ২০১৯ সালে ছিল ৬৪তম। ২০১৮ সালে ৭০তম এবং ২০০৮ সালে এ তালিকায় সমুদ্রবন্দরটির অবস্থান ছিল ৯৮তম। এ বছর সর্বশেষ সংস্করণে বন্দরটি তিন ধাপ এগিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম সমুদ্রবন্দর ২০২১ সালে মোট ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টিইইউ (বিশ ফুট সমতুল্য ইউনিট) কন্টেইনার হ্যান্ডল করেছে, যা আগের বছরের ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ টিইইউ থেকে বেশি, যা বছরে ১৩.২% কনটেইনার হ্যান্ডলিং প্রবৃদ্ধি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি বলেন, “এই অগ্রগতির পেছনে বন্দরের সকল স্টেকহোল্ডারদের অবদান আছে। তাই এটি সম্ভব হয়েছে। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি এবং লজিস্টিক সরবরাহসহ অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে বন্দরের এই সাফল্য সম্ভব হয়েছে।”
লয়েডের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।