রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘আরেকটি চেরনোবিল’ বিপর্যয়ের আশঙ্কার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিন ইউক্রেনের প্রতি নিজ দেশের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।
তিনি বলেন, বিদ্যমান সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এই সময়টিতে আঙ্কারা তার ইউক্রেনীয় বন্ধুদের পাশে রয়েছে।
এদিকে জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং এর আশপাশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহারের জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, জাপোরিজ্জিয়া পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনীর তৎপরতার ফলে উদ্ভূত ঝুঁকির মধ্যেই ১৮ আগস্ট বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। যুদ্ধ অবসানের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার লক্ষ্য নিয়ে দেশটিতে এ সফরে গেছেন তারা।