দেশে রেমিট্যান্স বাড়ার পাশাপাশি আমদানি ব্যয় কমে যাওয়ার কারণে ডলারের সরবরাহ বেড়েছে। ফলে খোলা বাজারে প্রতিদিনই কমছে ডলারের দাম, বিপরীতে বাড়ছে টাকার মান।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ডলার বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১১ টাকায়। গত সপ্তাহে খোলা বাজারে ডলারের দাম ১২০ টাকা পর্যন্ত উঠেছিল। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে ১০ টাকা।
রাজধানীর মতিঝিল দিলকুশা ও গুলশান এলাকার একাধিক মানি চেঞ্জারের কর্মকর্তারা ১১০ টাকায় ডলার কিনে বিক্রি করছেন ১১২ টাকায়। যদিও আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ৯৫ টাকা।
সরকারি আমদানি বিল মেটাতে বাংলাদেশ ব্যাংক এই দরে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর।
এর আগে মানি চেঞ্জারদের ক্ষেত্রেও ডলার বেচাকেনায় ব্যবধান নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে ব্যাংকের সঙ্গে মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর ব্যবধান হবে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা। ব্যাংক ডলার কিনে ১ টাকা লাভে বিক্রি করতে পারবে।