নিজেকে বিয়ে করলেন ভারতীয় অভিনেত্রী

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বিয়ের কথা এলেই অবধারিতভাবে চলে আসে বর-কনের কথা। তবে দিন বদলে সেখানে ক্রমেই ফিকে হচ্ছে সঙ্গীর ভূমিকা! অনেকে বিয়ে করছেন নিজেকেই। ভারতে এ বছর এক তরুণী বিয়ে করেন নিজেকেই। এবার সেই দলে নাম লেখালেন দেশটির এক অভিনেত্রী। সিঁথিতে সিঁদুর পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে নিজেকেই বিয়ের খবর জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কনিষ্ক সোনি।

নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করা ওই ছবির ক্যাপশনে তিনি লিখেন, কোনও পুরুষের প্রয়োজন নেই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

তিনি লিখেন, ‘‘আমি সবসময় নিজের ইচ্ছা নিজেই পূরণ করেছি। আর একজনের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছি। তাই নিজেকে বিয়ে করেছি। আমার কখনও কোনো পুরুষের দরকার নেই। এখন আমি আমার গিটার আর আমার নির্জনতা নিয়েই সুখী হতে চাই।’’

এই অভিনেত্রী পোস্টে আরও লিখেন, ‘‘আমি দেবী। আমি শক্তিশালী। শিব ও শক্তি সবকিছুই আমার ভেতরে রয়েছে।’’
ছবিতে তার কপালে সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র দেখা যায়। যা বিবাহিত হিন্দু নারীরা পরে থাকেন।

- বিজ্ঞাপন -

পরে আরও একটি পোস্ট করেন কনিষ্ক সোনি। সমালোচকদের জবাব দিতে করা ওই পোস্টে তিনি নিজের গাওয়া একটি গানের ভিডিও প্রকাশ করেন। সঙ্গে লিখেন, ‘‘এটি তাদের জন্য যারা আমার বিয়েকে মেনে নিতে পারছেন না।’’

দিয়া অর বাতি হাম ধারাবাহিকের মধ্যে দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী আরও অভিনয় করেছেন, “দেব কে দেব…মহাদেব”, “পবিত্র রিশতা”, “মহাভারত” এবং “সংকটমোচন মহাবালি হনুমান”সহ কয়েকটি ধারাবাহিকে।

২০১৩ সালে তামিল চলচ্চিত্র “পাথায়েরাম কোডি”র মাধ্যমে তার অভিনয়ে যাত্রা শুরু। পরে তেলেগু চলচ্চিত্র “দেবরায়”তে কাজ করেন। এছাড়া তিনি ২০০৭ সালে রিয়েলিটি শো “বাথরুম সিঙ্গার”-এও অংশগ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, এর আগে গুজরাটের বরোদার এলাকায় ক্ষমা বিন্দু গত ১১ই জুন ২০২২ বিয়ের মতোই সমস্ত প্রথা, রীতি-নীতি মেনে তিনি নিজেকে নিজে বিয়ে করেছেন। ভারতে তিনিই প্রথম নিজেকে নিজে (sologamy/self marriage) বিয়ে করা নারী।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!