আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু এবং অনেকে আহত হওয়ার কথা জানা গেছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
বুধবার (১৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বেসরকারি সংস্থা ইমার্জেন্সি জানায়, স্থানীয় সময় সন্ধ্যায় নামাজ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ও আরও অনেকে আহত হন।
তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন।
তালেবানপন্থী একজন সুপরিচিত ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটলো। তবে এখন কেউ এর দায় স্বীকার করেনি।