নিরাপদ হলের দাবিতে পাঠদান বন্ধ রেখে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) এর শিক্ষার্থীরা। বুধবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে তারা এ বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
বিক্ষোভরত মেডিকেল কলেজের শিক্ষার্থী সাগর জানান, তারা দীর্ঘদিন ধরে অনিরাপদ আবাসিক হলে বসবাস করে আসছেন। ফলে বিভিন্ন সময়ে হলের ছাদের পলেস্তার খুলে মাথায় পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
শিক্ষার্থী লিসা জানান, এখানে অন্যের জীবন বাঁচাতে এসে নিজেরাই লাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। কোনো দুর্ঘটনা না ঘটলেও প্রশাসনের টনক নড়ে না।
শিক্ষার্থীরা আরও জানান, দৃশ্যমান কোনো উন্নয়ন না দেখা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।
এদিকে, বিক্ষোভের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেরে বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শাহিন জানান, একনেকে ৮টি পুরাতন মেডিকেল কলেজে একটি ছেলে ও একটি মেয়েদের হলসহ মোট ১৬ হল নির্মাণ করা হবে। যার কাজ দ্রুতই আগাচ্ছে।
তিনি আরও জানান, স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে। তিনি আপাতত হলগুলো দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন।
এদিকে, অধ্যক্ষের আশ্বাসের পরেও শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে তাদের অবরোধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।