বাড়ল লঞ্চ ভাড়া

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নৌপ‌রিবহন প্রতিমন্ত্রী দেশের বাইরে থাকায় ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয়েছে বলে জানিয়েছে লঞ্চ মা‌লিক স‌মি‌তি।

মঙ্গলবার লঞ্চের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকেই ঢাকা-বরিশাল রুটে বাড়তি ভাড়া নেয়া হবে। তবে অভ্যন্তরীণ রুটে জ্বালানি তেলের দাম বাড়ার দিন থেকেই ৩০ থেকে ৫০ টাকা বাড়িয়ে ভাড়া নিচ্ছেন লঞ্চ মালিকরা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের দামের সমন্বয়ের জন্য ৩০ ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটার ৩ টাকা করে। আর ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বের জন্য ২ টাকা ৬০ পয়সা প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারিত হয়েছে।

লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী) সংস্থার সহসভাপ‌তি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘আমাদের দাবি ছিল ৪২ ভাগ ভাড়া বাড়ানোর। সে ক্ষেত্রে ৩০ ভাগ বাড়িয়েছে মন্ত্রণালয়। এতে করে ঢাকা-বরিশাল রুটে আগে ডেকে ৩৫২ টাকা ভাড়া থাকলেও এখন বাড়িয়ে ৪৫৮ টাকা করা হয়েছে। তবে আমরা ৪৫০ টাকা করে ভাড়া আদায় করব।’

- বিজ্ঞাপন -

রিন্টু জানান, নিয়ম অনুযায়ী তারা কেবিনের ভাড়া ডেকের ভাড়ার চেয়ে চার গুণ হবে। তবে যাত্রীদের কথা বিবেচনা করে লঞ্চ মা‌লিকরা বসে কেবিনের নতুন ভাড়ার পরিমাণ নির্ধারণ করা হবে।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার পর পরই সরকার নির্ধারিত ৩৫২ টাকা ডেকের ভাড়া আদায় করছিল লঞ্চ কর্তৃপক্ষ। তবে কিছু লঞ্চ পদ্মা সেতু চালুর পর যে ২০০ টাকা করে ডেকের ভাড়া নিত। তেলের দাম বাড়ার পর সেই লঞ্চগুলো ৫০ টাকা বাড়িয়ে ডেকের ভাড়া ২৫০ টাকা আদায় করত।

অন্যদিকে সিঙ্গেল ও ডাবল কে‌বিনের ভাড়া পদ্মা সেতু চালুর পর যা নেয়া হতো তেলের দাম বাড়ার পর তার থেকে ১০০-২০০ টাকা বাড়িয়ে রাখা হতো।

ঢাক‌া-ব‌রিশাল নৌরুটের এম‌ভি মানামী লঞ্চের সুপারভাইজার শাহাদাৎ ইসলাম শুভ বলেন, ‘ডেকের ভাড়া ৪৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে মনে হয় না যাত্রীদের কাছ থেকে ৩৫০ থেকে ৪০০ টাকার বে‌শি ভাড়া নিতে পারব। সিঙ্গেল এ‌সি কে‌বিন ১ হাজার ১০০, নন-এ‌সি কে‌বিন ১ হাজার, ডাবল এ‌সি কে‌বিন ২ হাজার ২০০, নন-এ‌সি ২ হাজার ও সোফা ৭০০ টাকা করে নির্ধারণ করেছি আমরা। অর্থাৎ সেতু চালুর পর আমরা যে ভাড়াটা নিতাম, তার থেকে ১০০-২০০ টাকা বাড়ানো হয়েছে। এর বে‌শি ভাড়া নিলে যাত্রী পাব না।’

এদিকে বরিশালের অভ‌্যন্তরীণ রুটের লঞ্চগুলোতে এখন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়নি। জ্বালানি তেলের দাম বাড়ার পর এই লঞ্চগুলোতে ৩০ থেকে ৫০ টাকা করে ভাড়া বাড়ানো হয়।

- বিজ্ঞাপন -

ব‌রিশাল থেকে লালমোহন রুটে ২৮০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৩০০ টাকা করে। পাশাপা‌শি ব‌রিশাল থেকে ভোলায় ১২০ টাকার ভাড়া ১৫০, ব‌রিশাল থেকে পাতারহাটে ১০০ টাকার ভাড়া ডেক ১২০ ও বিলাস ১৫০ টাকা করে নেয়া হচ্ছে। তবে বুধবার থেকে স‌ঠিক ভাড়া নির্ধারণ হবে বলে জানিয়েছেন এসব রুটের লঞ্চ মাস্টাররা।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!