বর্ষামঙ্গল
বৃষ্টিভেজা দুপুর আমাদের
হাতছানি দিয়ে ডাকে,
ভালোবাসার মানুষগুলো
কৃষ্ণচূড়ার ডালে ঝুলিয়ে
রেখেছে আমাদের অভুক্ত লাশ।
আমরা তরবারি শাণ দিয়ে
বৃষ্টির ধারায় সিক্ত হয়ে অবিরাম ঘুরছি,
শান্তি আর গণতন্ত্রের জন্য যারা লড়াই
করছে তাদের দেব বলে।
অসহায় মানুষের সুখ আর শান্তি
যারা কেড়ে নিতে উদ্যত তাদের
প্রতিরোধ করতে আমরা বদ্ধপরিকর।
তাই মরে যাওয়ার আগে নিজের
অজান্তেই এভাবেই সত্যবদ্ধ
অঙ্গীকারে আমাদের বেঁচে থাকতে হয়।
লড়াই
যদি মেঘ হয় ঘন কালো, বলে দিও ভয় পাই না
যদি ঝড় ওঠে মাতাল, বলে দিও সিদ্ধান্তে অটল
যদি বৃষ্টি পড়ে ভীষণ, বৃষ্টিতে ভেজাবে সারা দেহ
নাইবা আসুক প্রেম, নারী, প্রেমিক হতে বাধা নেই।
সঠিক উচিত কথা সব সময় বলতে নেই তা জানি
পারিনা, কারণ বুকের বামদিকে চে, ডানদিকে গান্ধী,
সদা সত্য কথায় মর্যাদা কমে, আর মিথ্যা অসম্মান
প্রতিবাদ প্রতিরোধে বিপ্লব হয় না, লড়াই চাই লড়াই।
একা এবং একা
দিনের শুরুতে তুমি একা…
দিনের শেষেও তুমি একা;
মাঝে শুধু মায়া,সত্য মিথ্যা,
আড়ম্বর ও নিষ্পলক দেখা।
তবু কেন এত হিংসা বিবাদ ?
কেন ঝঞ্ঝা,বিশ্বাসঘাতকতা?
দিনের শেষেও তুমি একা…
দিনের শুরুতে তুমি একা।
তুমি ধরায় এসেছো একা
তুমি যাবেও একা একাই;
তবে কেন এই আস্ফালন?
কেন এত বাহাদুরি অযথা?
দিবারাত্রির কথা
নব সকাল হয় পাখির ডাকে
সূর্যের রক্তিম আলো চোখে
রাতের স্বপগুলো হারায়…
অঙ্গীকারের ছাপ স্পষ্ট মুখে।
দুপুর গড়িয়ে বিকেল এলো…
চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে;
বুকের মধ্যে চিনচিনে ব্যথা
কারা যেন গোপনে হাঁটছে।
বিকেল গড়িয়ে সন্ধ্যে নামে
স্মৃতিরা ভেসে ভেসে আসে,
পাখিরা ফিরে যাচ্ছে বাসায়…
না হওয়া কাজ আসে পাশে।
আশাবরি পূর্ণিমার চাঁদ মাথায়…
রহস্যময় রাত হাতছানি দেয়,
ফেলে আসা দিনের কাহিনিরা
গভীরভাবে জায়গা করে নেয়।
অঙ্কন
মুখ এঁকেছি মুখ, কিসের অত ভয়
মুখ এঁকেছি মুখ, মুখের হবে জয়;
মুখ এঁকেছি মুখ, কিসে তোমার সুখ?
মুখ এঁকেছি মুখ, সুখে ভরুক বুক।
ভয় চলেছে দূরে
শান্তি গানের সুরে,
লড়াই জারি রাখো
জয়ের ছবির আঁকো।
সুখের ঘরে ফেউ
আঘাত করে কেউ,
দিন চলছে বেশ,
বিপদ বাধা শেষ।
ঝরাপাতার স্বরলিপি
কথা দিয়েছিলাম, রাখতে পেরেছি এটাই তৃপ্তি…
আর কিছু পাওয়া না পাওয়া তাতে যায় আসে না,
অবিরাম ছায়ার সাথে হেঁটেছি, ছায়াও ঠকিয়েছে।
অবিরাম বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিও চলে গেছে ছেড়ে
অবিরাম আশা নিয়ে চলেছি, ঠকেছি, হোঁচট খেয়েছি,
অবিরাম ভালোবাসাহীন ফুলের সাথে কেটেছে ক্ষণ।
কখনো কি কারোর মনে হয়নি যে, সহজ সরল
একজন ভালো মানুষ সবার কাছে ঠকতে ঠকতে
শেষে একদিন সে ভয়ঙ্কর জটিল হয়ে যেতে পারে!
আকাশে উঠেছে তারা, চাঁদের হাসি বিঁধেছে শরীরে,
কত গ্রীষ্ম পার করেছি বর্ষার জন্য, কত বর্ষা পার
করেছি শরৎ-এর জন্য, শিউলির ডালে মরেছে কুঁড়ি।
হেমন্তের মাঠে মাঠে ছুটেছি, ঝরা ফুল কুড়িয়েছি
শীতের শিশির গায়ে মেখে খুঁজেছি কাঙ্ক্ষিত সুখ,
বসন্ত বাতাসে বনফুল খোঁপায় গুঁজেও ঠকেছি।