বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সামনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঐ আবাসিক শিক্ষার্থীর নাম শাহরিয়ার হোসেন।
জানা গেছে, শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী৷আজ সকাল ৬টা ওই শিক্ষার্থী শেখ হাসিনা হলের গেট সংলগ্ন তার প্রেমিকার সাথে দেখা করতে আসেন। দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা হলে অবস্থানরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ঐশী (ছদ্মনাম) এর সাথে সম্পর্ক চলমান ছিল। হটাৎ মনমালিন্য কারণে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শেখ হাসিনা হলের গেটম্যান সূত্রে জানা যায়, ছেলে ও মেয়ে দুইজনই গেটের সামনে অবস্থান করে। দীর্ঘ সময় ধরে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে বিভিন্ন ধরনের আত্মহত্যার হুমকিও দিয়ে আসছিলো। পরে এক শিক্ষক ঘটনাস্থলে আসেন এবং তাদেরকে বুঝানো চেষ্টা করেন। তার কিছুক্ষণ পর ওই ছেলে (শাহরিয়ার) হলের দিকে যান এবং চাকু নিয়ে আসেন। পরে ঐ মেয়ের সামনে আত্মহত্যার চেষ্টা করেন।
এ বিষয়ে প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা জানার পরপরই আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি। ঘটনাস্থল থেকে একটি চাকুসহ তাদের দুজনকে উদ্ধার করি। ছেলেটি খুব আবেগী ছিল। এজন্য এরকম সিদ্ধান্ত নিতে গিয়েছিলো।
তিনি আরও বলেন, শেরে বাংলা হলের প্রোভোস্ট ও শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষকদের উপস্থিতে আমরা তাদের সাথে কথা বলেছি। সমস্যা সমাধানে তাদেরকে বুঝিয়েছি।