শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন

শাহজাদপুর প্রতিনিধি
শাহজাদপুর প্রতিনিধি
4 মিনিটে পড়ুন

শাহজাদপুরে নানা কর্মসূচী আর বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ৮টায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল শোয়া ৯ টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাহজাদপুর উপজেলা প্রশাসন, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, শাহজাদপুর প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নানা শ্রেণি পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে রবীন্দ্র কাছারিবাড়ি গিয়ে শেষ হয়। পুষ্পস্তবক অর্পণ ও শোক র‍্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপাজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম, বিপ্লবী সাধারন সম্পাদক এ্যাড. এসএ হামিদ লাবলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও উপজেলা আ.লীগের নির্বাহী সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালক ড. সাজ্জাদ হায়দার লিটন, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুলোদী, ইউএনও তরিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি উপাধ্যাক্ষ রফিকুল ইসলাম বাবলা, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, ওসি মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, পুলিম পরিদর্শক মইনুল ইসলাম ও আব্দুল মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাংগঠনিক সম্পাদক নোমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক প্রমূখ। এছাড়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রাণনাথপুর বারোয়ারী কালী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকারের আয়োজনে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এড. এসএ হামিদ লাবলু ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ভিপি আব্দুর রহিম। এছাড়া, শাহজাদপুর পৌর এলাকার সকল ওয়ার্ড ও ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নানা শোক কর্মসূচী পালিত হয়েছে।

2 4 শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন
শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন 36

এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর উপাচার্য মহোদয়ের নেতৃত্বে একটি শোক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

3 5 শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন
শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন 37

শোকদিবসের বক্তৃতায় রবীন্দ্র বিশ্ববিদ্রালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম বলেন, ‘১৫ই আগস্টে বাঙালি জাতি ও বাংলাকে কলঙ্কিত করা হয়েছে। এই কলঙ্কের দায় থেকে আমাদের মুক্ত হতে হবে। বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তাদের এবং তাদের এদেশীয় ও আন্তর্জাতিক দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা হোক, এবারের শোক দিবসের ব্রত।’

উল্লেখ্য, এদিন বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১-এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন, পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. শামসুল হক টুকু। সভাপতিত্ব করবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।#

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!