মৌলভীবাজারের কুলাউড়ায় এক ব্যক্তির নাম ব্যবহার করে পরিচয় চুরির অভিযোগে ১৮ বছর ধরে অবৈধভাবে কর্মরত এক ব্যক্তিকে চাকরিচ্যুত করা হয়েছে।
ঘটনার তদন্ত কমিটির প্রধান সিলেট কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা তদন্ত করে তিনজনের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছি। এদের মধ্যে কারারক্ষী হিসেবে কর্মরত মঈন উদ্দিন খান নামে এক ব্যক্তিকে চাকরিচ্যুত করা হয়েছে।”
“আমি জহিরুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে কারারক্ষী হিসেবে দায়িত্ব পালনকারী অন্য দুই ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। ভুক্তভোগীদের পুনর্বহাল করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে,” তিনি যোগ করেছেন।
ভুক্তভোগী জহিরুল ইসলাম ২০০৩ সালে কারারক্ষী পদে নিয়োগ পরীক্ষা দেন। নিয়োগ পাশ করার পর পুলিশ ভেরিফিকেশনও করা হয়।
তবে নিয়োগপত্র পাননি তিনি। এ কারণে চাকরির আশা ছেড়ে দিয়ে শুরু করেন কাপড়ের ব্যবসা। ১৮ বছর পর তিনি জানতে পারেন তার নাম ব্যবহার করে ওই পদে অন্য একজন কাজ করছেন।
তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
নিয়োগ জালিয়াতির সাথে কারা জড়িত তার কোনো প্রমাণ আছে কি না জানতে চাইলে ডিআইজি বলেন, এটা অনেক আগের কথা। তখন যারা নিয়োগে কাজ করেছেন তাদের অনেকেই হয়তো এখন অবসরে যাবেন। তাই বিষয়টি পরিষ্কার করা যায়নি।