রাজা ফিরলেন আপন সিংহাসনে। সাকিব আল হাসান ফিরে পেলেন টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। আসন্ন এশিয়া কাপে জাতীয় দলের দায়িত্বভার বাঁহাতি এই অলরাউন্ডারের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ ছাড়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। এশিয়া কাপকে সামনে রেখে শনিবার দল ঘোষণা করেছে বিসিবি।
আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অবসান ঘটল মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্বের। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রিয়াদকে বিশ্রাম দিয়ে অধিনায়ক করা হয়েছিল নুরুল হাসান সোহানকে। দুই ম্যাচ অধিনায়কত্ব করে তৃতীয় ম্যাচে ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।
আঙ্গুলের ইনজুরি সোহানকে ছিটকে দিয়েছে এশিয়া কাপ থেকে। আর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন লিটন দাস।