ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা হয়েছে। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে একটি মঞ্চে বক্তব্য দেয়ার পূর্বে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, চটাকোয়া ইন্সটিটিউশনে রুশদিকে পরিচয় করিয়ে দেওয়ার সময়ে এক ব্যক্তি মঞ্চে উঠে পড়ে এবং রুশদিকে ঘুষি মারা বা ছুরিকাঘাত করা আরম্ভ করে। লেখককে মাটিতে ফেলে দেওয়া হয় বা তিনি মাটিতে পড়ে যান, এবং আক্রমণকারী ব্যক্তিকে থামানো হয়। খবর বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দেখেছেন একজন ব্যক্তি স্টেজের কাছে দৌড়ে যান এবং তাকে ছুরিকাঘাত করে। এরপরেই অনুষ্ঠানের আয়োজকরা তার কাছে ছুটে যাচ্ছেন। আহত লেখককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিউ ইয়র্কের পুলিশ সূত্রে খবর, হামলাকারী ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, সালমান রুশদির লেখা “দ্য সেটানিক ভার্সেস” নামে বইটি ইরানে ১৯৮৮ সাল থেকে নিষিদ্ধ রয়েছে। অনেক মুসলিমই বইটিকে ধর্মের অবমাননা হিসেবে বিবেচনা করেন। তার একবছর পর, ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এক ফতোয়া জারি করেন, যাতে রুশদিকে হত্যা করার আহ্বান জানানো হয়। দ্য স্যাটানিক ভার্সেস বইটি লেখার পর সালমান রুশদিকে অসংখ্যবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
রুশদিকে মারার জন্য ৩০ লক্ষ ডলারেরও বেশি পুরস্কার ঘোষণা করা হয়।
২০১২ সালে, ইরানের এক আধা-সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান পুরস্কারের অর্থ ২৮ লক্ষ ডলার থেকে বৃদ্ধি করে ৩৩ লক্ষ ডলার করে।
সেই বছরই রুশদি ফতোয়াটির বিষয়ে “জোসেফ অ্যান্টন” নামের একটি স্মৃতিকথা প্রকাশ করেন।