ইভ্যালি পুনরায় চালু করার বিষয়ে আদালতের নির্দেশে গঠিত বোর্ডের কাছে আবেদন করেছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। বুধবার (১০ আগস্ট) শামীমা নাসরিনের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এ আবেদন করেন।
তিনি তার আবেদনে মা ও বোনের স্বামীকে পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করারও অনুরোধ জানান।
এছাড়া ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমাকে কোনো অপ্রয়োজনীয় মামলায় হয়রানি না করার নির্দেশ চেয়ে হাইকোর্টে আরেকটি আবেদন করা হয়।
প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনকে গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
চেক জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ ডিসেম্বর চট্টগ্রামের আরেক ব্যবসায়ী ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে দুটি মামলা করেন।
ইভ্যালির মালিকদের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।