খোলাবাজারে ডলার সংকট বেড়েই চলেছে। দেশের খোলাবাজারের ইতিহাসে মার্কিন ডলারের দাম এত বাড়েনি কখনোই।
বুধবার (১০ আগস্ট) প্রতি মার্কিন ডলারের দাম সর্বোচ্চ ১১৯ টাকা উঠেছে। এর আগে, গত সোমবার দেশের খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম ১১৫ টাকায় গিয়ে ঠেকেছিল।
বুধবার মতিঝিলসহ বিভিন্ন এলাকার খোলা বাজারে দেখা যায়, নগদ ডলার কেনার জন্য গ্রাহককে ১১৮ থেকে ১১৯ টাকা গুণতে হচ্ছে। অন্যদিকে, খোলাবাজারে বিক্রির ক্ষেত্রে সাধারণ গ্রাহক প্রতি ডলারের বিনিময়ে পাচ্ছেন ১১৫ থেকে ১১৬ টাকা।
এছাড়া, বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ১০৮ থেকে ১১০ টাকার ওপরে নগদে ডলার বিক্রি হচ্ছে।
বর্তমানে ঢাকার মতিঝিলসহ দেশের অধিকাংশ মানি এক্সচেঞ্জেই নগদ ডলারের সংকট রয়েছে। এ কারণে মানুষ বিক্রির চেয়ে ডলার কেনার দিকে বেশি আগ্রহী।
সোমবার আন্তঃব্যাংকে ডলারের দর ৯৪ টাকা ৯৫ পয়সা স্থির করা হয়। সরকারি আমদানি বিল মেটাতে বাংলাদেশ ব্যাংক এই হারে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে থাকে।
জানা গেছে, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন।
বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে টাকার মান কমছে।