প্রবাদে আছে, “চোরে না শোনে ধর্মের বাণী”। ধর্মের বাণী না শুনুক আর না শুনুক, চুরির আগে ভক্তিভরে মন্দিরের প্রতিমা প্রণাম করে রীতিমত ভাইরাল হয়েছে এক চোর। শুক্রবার (৫ আগস্ট) ভারতের মধ্যপ্রদেশের জবলপুরের শহরের এক মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরে চুরির ঘটনা তদন্তে করতে গিয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার সময় পুলিশ চোরের প্রণাম করার ঘটনা দেখতে পায়।
ভাইরাল হওয়াভিডিওটিতে দেখা যায়, চোর তার মুখ ঢেকে মন্দির থেকে দান বাক্স এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করার আগে প্রতিমার সামনে দাঁড়িয়ে ভক্তিভরে প্রণাম করছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানাজন নানা মন্তব্য করছেন।
একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, “যদি একজন ভক্ত ভগবানের আবাস থেকে চুরি করে তবে এটি চুরি নয়। একজন ভক্ত তো কঠিন সময়ে ঈশ্বরের কাছেই সাহায্য চাইবেন।”
আরেকজন লিখেছেন, “চোরটি এক ঢিলে দুটি পাখি মেরেছে – তার বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছে এবং তার ব্যবসাও চালিয়েছে।” মন্দির থেকে দানবাক্স ছাড়াও বেশ কিছু দামি জিনিস চুরি হয়েছে। তবে, “ঠাকুরভক্ত” চোরকে এখনও ধরতে পারেনি পুলিশ।