কক্সবাজারের উখিয়া ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। নিহতদের একজন ক্যাম্পের হেড মাঝি এবং অপরজন ব্লক মাঝি। মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাতে তাদের হত্যা করা হয়।
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ কামরান হোসেন জানান, রাতে উখিয়া জামতলি ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে সি ব্লকের হেড মাঝি আবু তালেব এবং সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেনকে লক্ষ করে একদল রোহিঙ্গা দুষ্কৃতকারী গুলি ছোড়ে। এতে দুজনই গুরুতর আহত হয়ে পড়ে থাকে।
খবর পেয়ে এপিবিএন পুলিশ ও ক্যাম্পের রোহিঙ্গারা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জামতলী ক্যাম্পে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ক্যাম্পে স্বেচ্ছাসেবকদের পাহারা তদারকি করে শেডে ফিরে আসার সময় ১০-১২ জন দুষ্কৃতকারী নিহত দুজনের গতিরোধ করে এবং গুলি ছোড়ে।
মোহাম্মদ কামরান হোসেন জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, শত্রুতার জের ধরে রোহিঙ্গা দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে সৈয়দ হোসেন এবং আবু তালেবকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পর ক্যাম্পে ব্লক রেইড এবং অভিযান অব্যাহত রয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানিয়েছেন, নিহত দুই রোহিঙ্গা মাঝির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উখিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।