দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রবল বর্ষণে নজিরবিহীন বন্যার সৃষ্টি হয়েছে। এতে আটজনের মৃত্যু ও ১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ব্যাপক বৃষ্টিতে গতকাল সোমবার রাতে সিউলসহ আশপাশের কয়েকটি প্রদেশে অনেক সড়ক পানিতে তলিয়ে যায়। পানি জমে মেট্রো স্টেশন বিকল হয়ে পড়ে এবং বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে নগরজুড়ে অন্ধকার নেমে আসে।
অনেক জায়গায় হাঁটুপানি জমে গেছে। ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কোরিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, কিছু অঞ্চলে ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ হারে বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
নিহতদের তিন জন বানজিহা নামের একটি সেমি-বেজমেন্ট অ্যাপার্টমেন্টে ছিলেন বলে জানা গেছে। ওই এলাকায় কোমর পর্যন্ত পানি জমে যাওয়ায় বেজমেন্টে যেতেই পারেননি উদ্ধারকারীরা।