প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। এছাড়া ওপেনার হিসেবে বিশ্বে এই তালিকায় নবম স্থানে জায়গা করে নিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে ২৪ তম ওভারে সিকান্দার রাজার বলে শর্ট থার্ডম্যানের বলে কাট করে এই মাইলফলকে পৌঁছান তিনি।
পঞ্চাশ ওভারের ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করা পঞ্চম এশিয়ান ওপেনিং ব্যাটসম্যান তামিম। তার আগে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের সাইদ আনোয়ার।
২০২১ সালে জানুয়ারিতে দলের অধিনায়ক হওয়ার পর থেকে সাতটি ওয়ানডে সিরিজের মধ্যে বাংলাদেশকে ছয়টিতেই জয় এনে দিয়েছে তামিমের নেতৃত্বাধীন দল।
২০০৭ সালে ক্যারিয়ার শুরুর পর থেকে দেশের হয়ে প্রথম ৫ হাজার, ৬ হাজার, ৭ হাজার ও ৮ হাজার ওয়ানডে রান করেছেন এই ক্রিকেটার।
সবশেষ ১ হাজার রান করতে তামিমের লেগেছে ২৩ ইনিংস।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে লিটন দাসের সাথে উদ্বোধনী উইকেটে ১১৯ রান করে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন তামিম। পরে ৬২ রানে রাজার কাছে উইকেট হারান তিনি।