এ বছরের জুলাই মাসে প্রতিদিন গড়ে আটজন হত্যার শিকার হয়েছেন। সোমবার (১ আগস্ট) বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে দেশে মোট ২৬১ জন হত্যার শিকার হয়েছেন। আর একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩৯ জনের। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের।
আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে পারিবারিক সহিংসতায় ১৫ জন, সামাজিক সহিংসতায় ২ জন, যৌতুকের জন্য ২ জন ও অপহরণের পর হত্যার শিকার হয়েছেন ২ জন। এছাড়া ৩১ জনের মৃত্যু রহস্যজনক। রাজনৈতিক কারণে ৫ জন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে (বিএসএফ) ২ জন হত্যার শিকার হন।
বিএইচআরসি জানায়, একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটেছে ৭টি। ধর্ষণের পর হত্যা করা হয়ে ২ জনকে। আত্মহত্যা করেছেন ৪ জন।
সংগঠনটি তার জেলা, উপজেলা ও পৌরসভা শাখার তথ্য এবং জাতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
সংস্থাটি বলেছে, “আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবলমাত্র এ ধরনের ক্রমবর্ধমান হত্যাকাণ্ড কমানো সম্ভব।”