যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। নিহতদের মধ্যে চারটি শিশুও রয়েছে।গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, আরও প্রাণহানির শঙ্কা রয়েছে
শনিবার (৩০ জুলাই) এ খবর নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।
কেন্টাকির গভর্নর এন্ডি বেসেয়ার বলেন, এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে।
তিনি বলেন, চারটি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় সবাই আতঙ্কে রয়েছেন। মোবাইলের টাওয়ার ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দ্রুত সবকিছু ঠিক করার।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্যাকে ‘‘বড় বিপর্যয়’’ বলে ঘোষণা দিয়েছেন এবং স্থানীয় উদ্ধারকারীদের সাহায্যের জন্য ফেডারেল সাহায্যের নির্দেশ দিয়েছেন।