চলতি বছরের এপ্রিলে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনার চুক্তি করেছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। পরে জুনের শেষ দিকে তিনি সেই চুক্তি বাতিল করেন। চুক্তি থেকে সরে আসায় তার বিরুদ্ধে মামলা করেছিল টুইটার কর্তৃপক্ষ।
এবার সেই চুক্তি থেকে আইনিভাবে সরে আসতে আদালতের দারস্থ হয়েছেন মাস্ক। শুক্রবার (৩০ জুলাই) আদালতে ১৬৪ পৃষ্টার একটি নথি জমা দেন তিনি। তবে সংশোধিত না হওয়ায় নথিটি এখনই প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন আদালত।
টুইটারে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বেশি এবং এই সামাজিক যোগাযোগমাধ্যমটি দিয়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে এমন অভিযোগ তুলে টুইটারের সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন মাস্ক। টুইটারের মামলার পরে তিনি সেই অভিযোগের ব্যাখ্যা দিতে এবং চুক্তিটি বাতিল করতে এবার আদালতে গেলেন।
দা গার্ডিয়ান এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষের মন্তব্য চেয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টুইটার।