দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এই ইউনিটে ভর্তি হওয়ার জন্য এবার এক লাখ ৯২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।
২০ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের আসন বিন্যাস অনুযায়ী স্ব স্ব কেন্দ্রে উপস্থিত থাকবে হবে।
এবার ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট (দুপুর ১২টা থেকে-১টা); ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা ২০ আগস্ট (দুপুর ১২টা থেকে-১টা) অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের যাতায়াত ও থাকা-খাওয়ার সমস্যাসহ বিভিন্ন দুর্দশা লাঘবে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়গুলো।
গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (নতুন), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।