বাংলাদেশে এখন পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে জানিয়ে জ্বালানি নিয়ে উদ্বিগ্ন ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ।
বুধবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
আগামী তিন দিনের মধ্যে প্রায় ৫০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল চট্টগ্রামের পতেঙ্গা টার্মিনালে আসবে জানিয়ে তিনি বলেছেন, দেশে এখন ৩২ দিনের ডিজেল, ৯ দিনের অকটেন, ১৫ দিনের পেট্রোল, ৪৪ দিনের জেট ফুয়েল এবং ৩২ দিনের ফার্নেস অয়েল স্টক রয়েছে।
বিপিসি চেয়ারম্যান বলেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সরকার দেশে জ্বালানি তেলের ব্যবহার ২০% থেকে ৩০% কমানোর চেষ্টা করছে। বিপিসি সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করতে কাজ করছে।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি পেট্রোল পাম্পে জ্বালানি মজুতের ঘাটতি ও ক্রয়ের সীমা বেঁধে দেওয়ার নোটিশের বিষয়ে অবগত করা হলে তিনি জ্বালানি সংকট নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে।”