খোলাবাজারে ডলার সংকট বেড়েই চলেছে। ব্যবসায়িক সংগঠনগুলোর স্থিতিশীল বিনিময় হারের দাবির মধ্যে প্রতি ডলার রেকর্ড ৬ থেকে ৮ টাকা বেড়ে ১১২ টাকায় উঠেছে।
সোমবার (২৬ জুলাই) সাধারণ মানুষ ১০৭ টাকায় ডলার পেয়েছেন। একদিনের ব্যবধানে ডলারের দাম ৫ টাকা বেড়েছে।
খোলা বাজারের পাশাপাশি আন্তব্যাংক লেনদেনেও বাড়তির দিকে ডলারের দাম। সোমবার আন্তব্যাংক লেনদেনে ডলারের দাম ছিল ৯৪ টাকা ৭০ পয়সা। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বেসরকারি ব্যাংকগুলো এই দরে ডলার কিনেছে।
২৪ জুলাই এ দাম ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। এ হিসাবে দুই মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ২৫ পয়সা।
টাকার দ্রুত অবমূল্যায়নের পরেও খোলাবাজারে ডলারের দর বেশি থাকায় সোমবার ব্যাঙ্কগুলো প্রতি ডলারে সর্বোচ্চ ১০৪ টাকায় এলসি (লেটার অফ ক্রেডিট) পেমেন্ট নিষ্পত্তি করতে বাধ্য হচ্ছে।
একটি প্রাইভেট ব্যাংকের একজন শীর্ষ নির্বাহী জানান, বেশিরভাগ ব্যাংক ১০২ টাকায় এলসি নিষ্পত্তি করছে কিন্তু ৫ লাখের বেশি এলসির মূল্য ১০৪ টাকায় নিষ্পত্তি হয়েছে।
এছাড়াও মানি এক্সচেঞ্জাররা ডলার কিনছেন ১০৫ থেকে ১০৫ টাকা ৫০ পয়সায়। এর আগের দিন রবিবার ডলারের দাম উঠেছিল ১০৫ টাকা।