অধিকাংশ মানুষের ধারণা টাকা তৈরি হয় কাগজ দিয়ে। কারণ, নোটগুলো কাগজের মতোই দেখতে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) বক্তব্য, কাগজ দিয়ে কোনও টাকা তৈরি করা হয় না। টাকা তৈরি হয় যা দিয়ে সেটা শুনলে, যাঁরা জানেন না, তাঁরা হয়তো অবাক হবেন।
RBI এর মতে, যদি কাগজ দিয়ে নোট তৈরি করা হত, তা হলে সেগুলি বেশিদিন টিকত না। অল্প কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যেত। কারণ জল বা বিভিন্ন লোকের হাতে ঘুরে ঘুরে, হাতের ময়লাতেই কাগজ দ্রুত খারাপ হয়ে যেত। ফলে ঘন ঘন নোট ছাপতে হতো।
তা হলে নোট তৈরি হয় কী দিয়ে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সূত্র জানাচ্ছে, এই নোট তৈরির প্রধান কাঁচামাল হল তুলো। ভারতীয় টাকার নোট তৈরিতে ১০০ শতাংশ তুলোর ব্যবহার হয়। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর অন্যান্য দেশের নোট তৈরিতেও তুলোকেই প্রধান উপাদান হিসেবে বেছে নেওয়া হয়।
আসলে তুলোর মধ্যে যে তন্তু থাকে, তাকে লিনেন বলে। নোট তৈরি করার সময়, এই তুলোকে জিলেটিন অ্যাডেসিভ সলিউশনের সঙ্গে মেশানো হয়। যাতে লিনেন আরও মজবুত ও টেকসই হয়। আর এর ফলে হাজার হাত ঘুরলেও নোট সহজে নেতিয়ে যায় না। জল পড়লেও নষ্ট হয় না। সহজে ছেঁড়েও না।