একদিনের ব্যবধানে খুচরা বাজারে আবারও টাকার বিপরীতে বেড়েছে মার্কিন ডলারের দাম। রবিবার (২৪ জুলাই) প্রতি ডলারের দাম আড়াই টাকা বেড়ে এখন ১০৫ টাকায় গিয়ে পৌঁছেছে।
ঢাকার মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকার মানি এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, রবিবার ১০৩ থেকে ১০৪ টাকা দরে ডলার কিনতে হয়েছে।
আমদানিতে লাগাম টানতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও লাগাম টানা যাচ্ছে না। অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ডলারের দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক।
ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে রিজার্ভ থেকেও প্রতিনিয়ত ডলার বিক্রি করছে। এ কারণে খোলা বাজারেও ডলারের দাম বেড়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্বব্যাপী চলমান উত্তেজনার মধ্যে গত মে মাসে ডলারের দাম ১০৪ টাকায় গিয়ে ঠেকেছিল। গত বৃহস্পতিবার ১০২ টাকা ৫০ পয়সার বিনিময়ে ডলার বিক্রি হয়েছিল।
খুচরা বাজারে ডলার ছাড়া অন্যান্য মুদ্রার দরও বেড়েছে। বর্তমানে খুচরা সৌদি রিয়াল বিক্রি হচ্ছে ২৭ টাকা ৫০ পয়সায়।
এছাড়া, দেড় টাকার বিনিময়ে ভারতীয় রুপি বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও প্রতি রুপির দাম ছিল ১ টাকা ২৫ পয়সা।