জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ জুলাই) দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
সাজাপ্রাপ্ত আসামির নাম মো. নয়ন (৪৫)। তিনি পাঁচবিবি উপজেলার গোহারা দামপাড়া গ্রামের আনছের আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোহারা দামপাড়া গ্রামে ২০০২ সালের ৯ নভেম্বর পারিবারিক কলহের জেরে নয়ন তার স্ত্রী রেশমা ফুরকুনিকে লাঠি দিয়ে পিটিয়ে পুকুরের পানিতে ফেলে দেয়। প্রতিবেশীরা রেশমাকে পুকুর থেকে উদ্ধার করেন। এ সময় নয়ন আরও ক্ষিপ্ত হন। পরের দিন পুনরায় মারপিট করলে বিকালে নিজ বাড়িতে রেশমার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আবীর মণ্ডল ওইদিন পাঁচবিবি থানায় একজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুস সাত্তার ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কাজ শেষে নয় জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত রবিবার এ রায় ঘোষণা করেন।
মামলায় আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. হাসান আলী ও মো. আবু কায়সার।