টানা এক যুগ পর অবশেষে বরিশাল মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক, মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিলকে যুগ্ম আহ্বায়ক করে মোট ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আহ্বায়ক কমিটির মেয়াদ থাকবে আগামী তিন মাস।
এর আগে গত বছরের ২৫ মে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিনকে অব্যাহতি প্রদান করে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কমিটির অন্য সদস্যরা হলেন-
সদস্য: ফয়সাল বারি নয়ন
সদস্য: কিসমত শাহারিয়ার হাসান (হৃদয়)
সদস্য: হাছিবুর রহমান রাজন
সদস্য: মাহাবুব হাসান অমিত
সদস্য: ইয়াসির আরাফাত
সদস্য মো. সাইফুল ইসলাম পারভেজ
সদস্য মো. আফজাল হোসেন পারভেজ
সদস্য: রাশেদুল ইসলাম আকাশ
সদস্য: আকাশ শিকদার
সদস্য মো. রোমান হাওলাদার
সদস্য মো. সিরাজুল ইসলাম রাকিব
সদস্য: আরিফুর রহমান অনিক
সদস্য: আহাম্মেদ রেদওয়ান ফাহিম
সদস্য: সাজ্জাদ আহাম্মেদ শাস্ত
সদস্য মো. মিরাজুল ইসলাম
সদস্য মো. আল-আমিন
সদস্য মো. শাওন রাব্বি
সদস্য: জামশেদ আল ফাতাহ
সদস্য: শেখ তৌহিদুল ইসলাম
সদস্য: সাগর দেবনাথ
সদস্য: রিয়াজ মল্লিক
সদস্য: তৌহিদুল ইসলাম শাওন
সদস্য: জয় মালি
সদস্য: রাফিজুল সান
সদস্য: হান্নান মল্লিক অভি
সদস্য: পারভেজ সিকদার
সদস্য: মো. ইমন রহমান সিকদার
সদস্য: ফয়সাল বিন জাবেদ
সদস্য: মাহাফুজুর রহমান