বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য বেড়ে যাওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশব্যাপী এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। এই লোডশেডিংয়ের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের মোবাইল ফোনে মেসেজ (এসএমএস) পাঠিয়ে জানাতে বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বুধবার (২০ জুলাই) বিদ্যুৎ বিভাগের উপসচিব জাহিদুল ইসলামের সই করা এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, দুটি এসএমএস-এর মাধ্যমে লোডশেডিংয়ের বিষয়টি গ্রাহকদের জানাতে হবে।
এসএমএস দুটি হলো-
১. লোডশেডিং এবং নির্দিষ্ট এলাকার লোডশেডের জন্য দুঃখিত।
২. নির্দিষ্ট সময়সূচির বাইরে কোনো লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের কথা যাতে ভোক্তারা জানতে পারেন, সে কারণে হটলাইন, কমপ্লেইন সেন্টার এবং সংশ্লিষ্ট ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।