বাংলাদেশ রেলওয়ের টিকিট অব্যস্থাপনার দায়ে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় এই জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. সফিকুজ্জামান।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি সহজ ডট কমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে প্রমাণিত হয়েছে টিকিট বিক্রিতে সহজের অব্যবস্থাপনা রয়েছে। সহজ যাত্রী হয়রানি করে টিকিট না দিয়েই টাকা কেটে নিচ্ছে বলে জানান কর্মকর্তারা। তাই সহজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রেল অফিসারদেরও জবাবদিহিতার জন্য দ্রুতই ডাকা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।