গত বছরে ১ লাখ ৬৩ হাজার ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব ছেড়েছেন। যা ২০১৫ সালের পর থেকে সর্বোচ্চ। এদের মধ্যে ৭৮ হাজার ২৮৪ জন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন।
অপরদিকে গত ৩ বছরে মোট ৩ লাখ ৯২ হাজারের বেশি ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব ছেড়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজার জন মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১৯ জুলাই) ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নথির বরাতে নিত্যানন্দ রাই জানান, ব্যক্তিগত কারণে তারা ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং ১২০টিরও বেশি দেশে নাগরিকত্ব নিয়েছেন।
২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মোট ৩ লাখ ৯২ হাজার ৬৪৩ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন বলে জানান তিনি।
এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৭৯৫ জন যুক্তরাষ্ট্রের, ৬৪ হাজার ৭১ জন কানাডার, ৫৮ হাজার ৩৯১ জন অস্ট্রেলিয়ার, ৩৫ হাজার ৪৩৫ জন যুক্তরাজ্যের, ১২ হাজার ১৩১ জন ইতালির, ৮ হাজার ৮৮২ জন নিউজিল্যান্ডের, ৭ হাজার ৪৬ জন সিঙ্গাপুরের, ৬ হাজার ৬৯০ জন জার্মানির, ৩ হাজার ৭৫৪ জন সুইডেনের এবং ৪৮ জন পাকিস্তানের নাগরিকত্ব নিয়েছেন।