জ্যেষ্ঠ দুই কর্মকর্তাকে বরখাস্তের একদিনের মাথায় এবার নিরাপত্তা বাহিনীর আরও ২৮ কর্মকর্তাকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মঙ্গলবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জেলেনস্কি বলেন, ইতোমধ্যেই বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিশ্বাসঘাতকতার বহু নজির রয়েছে।
সোমবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, এসবিইউ কর্মীদের ব্যাপারে একটি নিরীক্ষা চলছে এবং ২৮ জন কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। তবে সবার ক্ষেত্রেই কারণ প্রায় একই রকমের। তাদের কাজের ফলাফল সন্তোষজনক নয়।
বরখাস্ত হওয়া এসবিইউ প্রধান ইভান বাকানোভ প্রেসিডেন্ট জেলেনস্কির ছোটবেলার বন্ধু। এর আগে ক্রিমিয়ায় এসবিইউ এর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে গ্রেপ্তার করা হয়। তাকে বিশ্বাসঘাতকতায় সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রবিবার রাতের ভাষণে জেলেনস্কি জানিয়েছিলেন, ৬০ জনেরও বেশি সাবেক কর্মী এখন রাশিয়ার দখল করা এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি মামলার কার্যক্রম শুরু হয়েছে।