পদ্মা সেতুতে শুক্রবার (৮ জুলাই) ৩১ হাজার গাড়ি চলাচলে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে । যা গত ১৩ দিনে পদ্মাসেতুতে টোল আদায়ের পরিমাণ।
শনিবার (৯ জুলাই) বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে শুক্রবার পদ্মা সেতুতে ৩১ হাজার ৭২৩ টি গাড়ি পারাপারে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়। এর মধ্যে মাওয়া পয়েন্টে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি থেকে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। জাজিরা প্রান্তের ১২ হাজার ৫৬টি গাড়িতে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।
ঈদকে কেন্দ্র করে দুই প্রান্তের টোল প্লাজায় গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই। মাওয়া পয়েন্টে ৬টি ও জাজিরা পয়েন্টে ৬টিসহ মোট ১২টি বুথ চালু রয়েছে। সকালের দিকে গাড়ির তেমন চাপ না থাকলেও এখন ধীরে ধীরে বাড়ছে।
এর আগে, গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭০৩টি যানবাহনের বিপরীতে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়।
উল্লেখ্য, গত ১৩ দিনে পদ্মা সেতুতে যান চলাচল করেছে ২ লাখ ৭৫ হাজার ৪৯ টি। মোট টোল আদায় হয়েছে ৩১ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার ৯০ টাকা।