আসন্ন ঈদ-উল-আজহার আগে সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতন-বোনাস পরিশোধের অনুরোধ জানিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)।
এ বিষয়ে দেশের সব পত্রিকার প্রকাশককে চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।
সোমবার (৪ জুলাই) ডিএফপির পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রোকসানা আক্তারের সই করা চিঠি প্রকাশকদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সব ধরনের সংবাদপত্রের প্রকাশকদের দৃষ্টি আকর্ষণপূর্বক স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সবাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত এবং আনন্দে শরিক হতে সচেষ্ট হয়। এ মহৎ উৎসবে বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের শরিক করতে সরকারি বেসরকারি পর্যায়ে ঈদুল আজহা উপলক্ষে বেতনভাতা পরিশোধ এবং উৎসবভাতা বা বোনাস দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ঈদ-উল-আজহার আগেই আপনার পত্রিকায় কর্মরত সব সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতনভাতা, উৎসবভাতা বা বোনাস পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যথাসময়ে সাংবাদিক ও প্রেসকর্মীদের বেতনভাতা পরিশোধ করা সংবাদপত্রের মিডিয়া তালিকাভুক্ত হওয়ার অন্যতম শর্ত।
এতে আরও বলা হয়, এ অবস্থায় আপনার সংবাদপত্রে কর্মরত সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর বেতনভাতা ও উৎসবভাতা বা বোনাস পবিত্র ঈদের আগেই পরিশোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।