রথের দিন হই হই কাণ্ড। বড় বড় রথের পাশাপাশি কচিকাঁচারাও বেরিয়ে পড়ে রঙিন কাগজ আর রাংতায় মোড়া ছোট্ট ছোট্ট রথ নিয়ে। সবাই একবার টানতে চায় রথের দড়ি। কারণ, রথের দড়ি একবার টানলেই পুণ্যি৷ শুধু সোজা রথ নয়, সোজা রথে টানলে নাকি উল্টো রথেও টানতে হয় এই দড়ি। রথের সঙ্গে সঙ্গে কাঁসর, ঘণ্টা বাজাতে বাজাতে এগিয়ে যান ভক্তেরা । বাজে ঢাক, ঢোল, করতাল। দু’হাত উপরে তুলে চলে উন্মাদ নৃত্য।
রথের ভিতর বসে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা ৷ জগন্নাথদেবকে দেওয়া হয় ৫৬ রকমের ভোগ। এই ভোগ নিয়ে সাধারণ লোকের কৌতূহলের শেষ নেই ৷ জানেন কি, জগন্নাথের ৫৬ ভোগে কী কী থাকে? না জানলে তো বটেই, জানলেও আরও একবার জেনে নিন। যেহেতু জগন্নাথদেবের মূল মন্দির পুরীতে এবং সেখানকার ভাষা ওড়িয়া, তাই ওখানকার পদগুলোর নামও ওড়িয়া ভাষাতেই। তাই সাধারণ লোকের বোঝার জন্য ওড়িয়া ভাষার পাশাপাশি ওই পদগুলিকে বাংলায় কী বলা হয়, সেটাও উল্লেখ করে দেওয়া হল।জগন্নাথদেবের ভোগে থাকে—
১) উকখুড়া অর্থাৎ মুড়ি, ২) নাড়িয়া কোড়া অর্থাৎ নারকেল নাড়ু, ৩) খুয়া অর্থাৎ খোয়া ক্ষীর, ৪) দই, ৫) পাচিলা কাঁদালি অর্থাৎ টুকরো টুকরো কলা, ৬) কণিকা অর্থাৎ সুগন্ধী ভাত, ৭) টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি, ৮) মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরণের কেক, ৯) বড়া কান্তি অর্থাৎ বড় কেক, ১০) মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে, ১১) হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক, ১২) ঝিলি অর্থাৎ এক ধরণের প্যান কেক, ১৩) এন্ডুরি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক, ১৪) আদাপচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি, ১৫) শাক ভাজা, ১৬) মরীচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু, ১৭) করলা ভাজা, ১৮) ছোট্ট পিঠে, ১৯) বারা অর্থাৎ দুধ তৈরি মিষ্টি, ২০) আরিশা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি, ২১) বুন্দিয়া অর্থাৎ বোঁদে, ২২) পাখাল অর্থাৎ পান্তা ভাত, ২৩) খিড়ি অর্থাৎ দুধভাত, ২৪)কাদামবা অর্থাৎ বিশেষ মিষ্টি ২৫) পাত মনোহার মিষ্টি ২৬) তাকুয়া মিষ্টি, ২৭) ভাগ পিঠে, ২৮) গোটাই অর্থাৎ নিমকি, ২৯) দলমা অর্থাৎ ভাত ও সবজি, ৩০) কাকারা মিষ্টি ৷ ৩১) লুনি খুরুমা অর্থাৎ নোনতা বিস্কুট, ৩২) আমালু অর্থাৎ মিষ্টি লুচি, ৩৩) বিড়ি পিঠে, ৩৪) চাড়াই নাডা মিষ্টি, ৩৫) খাস্তা পুরি, ৩৬) কাদালি বারা, ৩৭) মাধু রুচী অর্থাৎ মিষ্টি চাটনি, ৩৮) সানা আরিশা অর্থাৎ রাইস কেক, ৩৯) পদ্ম পিঠে, ৪০) পিঠে, ৪১) কানজি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি. ৪২) দাহি পাখাল অর্থাৎ দই ভাত, ৪৩) বড় আরিশা, ৪৪) ত্রিপুরি, ৪৫) সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি, ৪৬) সুজি ক্ষীর, ৪৭) মুগা সিজা, ৪৮) মনোহরা মিষ্টি, ৪৯) মাগাজা লাড্ডু, ৫০) পানা, ৫১) অন্ন, ৫২) ঘি ভাত, ৫৩) ডাল, ৫৪) বিসার অর্থাৎ সবজি, ৫৫) মাহুর অর্থাৎ লাবরা, ৫৬) সাগা নাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত!