বুয়েটে ভর্তির সুযোগ পেলেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

বৃহস্পতিবার (৩০ জুন) রাত নয়টায় বুয়েটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

এতে মেধাতালিকায় ৪৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

আবরার ফাইয়াজ বলেন, বৃহস্পতিবার রাতে বুয়েটের ফল পেয়েছি। ফল পেয়ে আমি খুশি। বর্তমানে আমি আরেকটি প্রতিষ্ঠানে ভর্তি আছি। তারপরও পরিবারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।

- বিজ্ঞাপন -

আবরার ফাহাদের মা মোছাম্মদ রোকেয়া খাতুন বলেন, ফাইয়াজ মেধা তালিকায় ৪৫০তম স্থান অধিকার করেছে। তবে ভর্তির বিষয়ে পরিবারের সবাই একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নেব।

তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আবরার না থাকার কারণে যে ক্ষতিটা হয়েছে তা কোনো কিছুতেই পুষিয়ে নেওয়া যাবে না।

আবরার ফাইয়াজের একমাত্র ভাই আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরে।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের একটি হলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আবরারকে নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন।

মামলা তদন্ত করে পুলিশ মোট ২৫জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। পরে গত বছরের ৮ ডিসেম্বর এই মামলায় রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরা সবাই বুয়েটের ছাত্র ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!