পদ্মা সেতু খোলার দ্বিতীয় দিনে দুই কোটি টাকার টোল আদায় করা হয়েছে। তবে প্রথম দিনের তুলনায় টোল আদায়ের পরিমাণ কমেছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দ্বিতীয় দিনে টোল আদায় করা হয়েছে দুই কোটি টাকার মতো। মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করায় এর প্রভাব পড়েছে টোলের প্রতি। এটা হওয়াই তো স্বাভাবিক। কারণ প্রথম দিনে প্রায় ৬০% মোটরসাইকেল ছিল। তাই টোল আদায়ও তুলনামূলক বেশি ছিল।
তিনি আরও জানান, আপাতত কাভার্ডভ্যানে করে মোটরসাইকেল পারাপার করতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে মোটরসাইকেলের কোনো টোল নেওয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
প্রসঙ্গত, পদ্মা সেতুতে স্পিড গান ও ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানোর পর মোটরসাইকেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল বন্ধ করা হয়নি।