ভোলার চরফ্যাশন থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুন) দুপুর ২টার দিকে পদ্মা নদীর জাজিরা পয়েন্টে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পদ্মা নদীর শরীয়তপুরের জাজিরায় পয়েন্ট এর সিডার চর এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
আল আফছার তামিম ভোলার চরফ্যাশন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় তার বাড়ি।
গত শনিবার পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে পদ্মা নদীর কাঁঠালবাড়ী ঘাট থেকে মাওয়া ঘাটে পৌঁছানোর আগে প্রবল স্রোতে ২৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়।
যাত্রীদের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৫ নেতাকর্মী ছিলেন। তখন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে বহনকারী একটি স্পিডবোটে ২২ জনকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ থাকেন তামিম।
।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফিজুর রহমান বলেন, “কুণ্ডুর চর ইউনিয়ন এর সিডার চর এলাকা থেকে উদ্ধারের পর তামিমের আত্নীয়রা লাশ শনাক্ত করেন। তাদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ ভোলায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।