বিগত এক শতাব্দীতে প্রথমবারের মতো সময়মতো বৈদেশিক মুদ্রার সার্বভৌম ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে রাশিয়া। নির্ধারিত সময়ে বৈদেশিক ঋণ পরিশোধ না করায় বিষয়টি ঋণখেলাপি হিসেবে বিবেচিত হবে।
রবিবার (২৬ জুন) ব্লুমবার্গের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত দুটি বন্ড পেমেন্টের প্রায় ১০০ মিলিয়ন ডলার পরিশোধের জন্য গত ২৭ মে রাশিয়াকে অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হয়। ২৬ জুন ছিল সেই ঋণ পরিশোধের শেষ দিন। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হয় দেশটি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করার পর থেকে ৪০ বিলিয়ন ডলার বকেয়া বন্ডের অর্থ পরিশোধের জন্য হিমশিম খাচ্ছে রাশিয়া। কিন্তু আর্থিক সংকটের চেয়ে দেশটির বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা।
পশ্চিমাদের নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অনেক সম্পদ স্থগিত করা হয়েছে, যার প্রভাবে বন্ডহোল্ডারদের কাছে অর্থ পাঠাতে ব্যর্থ হচ্ছে দেশটি।
যদিও ক্রেমলিনের দাবি, রাশিয়ার ঋণখেলাপি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে রুশ সরকারের দাবি, পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৃত্রিমভাবে ঋণখেলাপি হওয়ার দিকে ঠেলে দিচ্ছে।