এবার বরিশালে একসঙ্গে ৩ শিশুর জন্ম, নাম রাখা হলো স্বপ্ন-পদ্মা-সেতু

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

নারায়ণগঞ্জের পরে এবার বরিশালেও একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকের নাম রাখা হয়েছে– “স্বপ্ন, পদ্মা ও সেতু”। সন্তানদের দেখতে আসা মানুষদের অনুরোধে তাদের এমন নাম রাখা হয়েছে বলে জানান তাদের বাবা।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়ার বাসিন্দা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক বাবু সিকদার ও নুরুন নাহার দম্পত্তির ঘরে এই তিন শিশুর জন্ম হয়। মা এবং শিশুরা সুস্থ রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৮টার দিকে নগরীর ডা. মোখলেছুর রহমান প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়।

শিশুদের বাবা বাবু সিকদার বলেন, “পদ্মা সেতু উদ্বোধনের মাত্র দুদিন আগে আমার তিন কন্যা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন রয়েছে আমাদের। আমার তিন কন্যা সন্তান যেভাবে আমাদের মুখে হাসি ফুটিয়েছে, তেমনি পদ্মা সেতু পেয়েও আমরা দক্ষিণাঞ্চলবাসী খুব খুশি। সকাল থেকে যারাই আমার সন্তানদের দেখতে এসেছেন তারাই বলেছেন যেন তাদের নাম রাখি ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’। অবশেষে তাদের দাবি মেনেই এ নাম রাখা। তারা যেন বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করে এই কামনা করছি।”

- বিজ্ঞাপন -

ডা. মুন্সী মুবিনুল হক জানান, ওই তিন সন্তানের মধ্যে দুজনের ওজন দেড় কেজি করে এবং একজনের ওজন এক কেজি চারশো গ্রাম। তারা সম্পূর্ণ সুস্থ। তাদের মাও সুস্থ রয়েছেন।

আরেক চিকিৎসক ডা. শামীম হোসেন জানান, তিন শিশুর একটি অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় কিছু জটিলতা দেখা দেয়। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে, আশা করি সেখানে মা ও শিশুরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!