দেশে নতুন করে আরও বন্যা হতে পারে। আর সেই বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বন্যায় ঘাবড়ানোর কিছু নেই বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনের বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “বন্যার আশঙ্কা আগেই করেছিলাম। এবার সিলেট বিভাগে পর পর তিনবার বন্যা হলো।”
তিনি আরও বলেন, “এ বন্যা শেষ না। প্রস্তুতি রাখতে হবে। পূর্ণিমার সময় কি অবস্থা হয়, সেটা মাথায় রাখতে হবে।”
এ সময়, হাওরাঞ্চলে এলিভেটেড রাস্তা নির্মাণ ও নদী ড্রেজিং করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সিলেট সার্কিট হাউজে যান।
এর আগে তিনি হেলিকপ্টারে করে বন্যা উপদ্রুত নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলা পরিদর্শন করেন।
সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন।