২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেটে বিলাসী পণ্য আমদানিতে নতুন করে শুল্ক আরোপ হতে পারে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী।
আমদানি করা বিলাসী পণ্য যেমন- প্রসাধনী পণ্য, বডি স্প্রে, জুস, প্যাকেটজাত খাদ্য ইত্যাদির ক্ষেত্রে নতুন করে শুল্ক আরোপ হতে পারে। গত ২৩ মে এক প্রজ্ঞাপনে বিদেশি ফল, বিদেশি ফুল, ফার্নিচার ও কসমেটিকসসহ প্রায় ১৩৫টি এইচএস কোডভুক্ত পণ্যের ওপর আমদানি পর্যায়ে ৩%-এর পরিবর্তে ২০% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়। প্রস্তাবিত বাজেটে ওই তালিকা আরও দীর্ঘ হতে পারে।
এবার অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বৃদ্ধি পেতে পারে তামাকজাত পণ্যের দাম। এনবিআর সূত্রানুসারে সিগারেটের নিম্ন স্তরের তিনটি স্ল্যাবে বেশি দাম বাড়তে পারে। এছাড়াও অগ্রিম কর আরোপের কারণে দাম বাড়বে মদ জাতীয় পণ্যের। বাজেটে মদ আমদানিতে অগ্রিম কর ২০-২৫% বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও পনির, দই, তামাকজাত পণ্য, এসি, মোবাইল, পেপার কাপলেট, জিআই ফিটিং, অ্যালুমিনিয়াম ফয়েল, গাড়ির সিলিন্ডার, লাইটার, কম্পিউটার প্রিন্টারের টোনার, ট্রেনের প্রথম শ্রেণির ভাড়া, মেডিটেশন সেবার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, কিট-মাস্কসহ সব ধরনের কোভিড-১৯ সরঞ্জাম ইত্যাদির দাম বাড়তে পারে।