২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সংসদে এই বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি তার চতুর্থ বাজেট।
বৃহস্পতিবার (৯ জুন) ১২টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে শুরু হয় বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠক।
আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য তিনি যে বাজেট বক্তব্য দেবেন, তার নাম দিয়েছেন “কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন”। আজকের বাজেট আওয়ামী লীগ সরকারের ২২ তম বাজেট। আর দেশের ৫১ তম বাজেট।