পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি দ্রুতগামী যাত্রীবাহী ভ্যান পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় খাদে পড়ে নারী ও শিশুসহ ২২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুন) বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে প্রায় দুইশ কিলোমিটার উত্তরে কিলা সাইফুল্লাহ জেলায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাতে এ খবর জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
ডেপুটি জেলা প্রশাসক মোহাম্মদ কাসিম বলেন, উদ্ধারকারীরা মৃতদেহগুলোকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেছে। যানটিতে থাকা কেউ জীবিত ছিল না।
প্রথমে তিনি দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। পরে আবার ভ্যানের ধ্বংসাবশেষ থেকে আরও চারটি মরদেহ উদ্ধার হওয়ার কথা জানান এই কর্মকর্তা।
কাসিম বলেন, দুর্ঘটনায় নিহত যাত্রীদের স্বজনরা তাদের লাশ নিতে হাসপাতালে আসছেন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
এ ঘটনা পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।