সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জুন) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৪১ লাখ ২২ হাজার ৩৬৮ এবং মোট মৃতের সংখ্যা ৬৩ লাখ ১৭ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৬২ লাখ ৭১ হাজার ২৮৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩২ হাজার ৮৬২ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৫৯৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৪১ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় নতুন শনাক্ত হয়েছে ২২ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ০.৪২%।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৮২%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর ১.৪৯%।
এদিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২৬৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ তিন হাজার ৩৮৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৪৩%।