স্পেনের মারবেলা নামের একটি রিসোর্টে কাতার যুবরাজের সাবেক স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (১ জুন) ধনকুবের আবদেলাজিজ বিন খলিফা আল থানির তৃতীয় স্ত্রী কাসিয়া গ্যালানিও-এর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।
কাসিয়া তার তিন কন্যাকে পাওয়ার জন্য প্রাক্তন স্বামীর সঙ্গে গত ১৫ বছর ধরে তিক্ত আইনি লড়াই করছিলেন বলে জানা গেছে।
রয়টার্স জানায়, গ্যালানিও কোনো ওষুধের ওভারডোজের কারণে মারা গেছেন।
মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় গ্যালানিও তার স্বামীকে ছেড়ে চলে যান। বিচ্ছেদের পর গ্যালানি মারবেলায় থাকলেও তার তিন সন্তান প্যারিসে তাদের বাবার সঙ্গে থাকত।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া গ্যালানিও ২০০৪ সালে ৭৩ বছর বয়সী আল থানিকে বিয়ে করেছিলেন। ১৯৯২ সালে আমিরকে ক্ষমতাচ্যুত করার অভিযোগে রাজপরিবার থেকে বহিষ্কৃত হওয়ার পর আল থানি প্যারিসে চলে যান।
ফরাসি মিডিয়া জানিয়েছে, গ্যালানিও পরিবার থেকে একা থাকার সময় হতাশা, মাদক ও অ্যালকোহলের আসক্তিতে জড়িয়ে পড়েন। তিনি সম্প্রতি বেশ কয়েক মাস হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, পুলিশ তার মৃত্যুর বিষয়ে তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।