দেশের মাদকসেবীদের মধ্যে ৫০%-ই তরুণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া ২৪ ধরনের মাদকদ্রব্য প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আসে বলেও জানান তিনি।
শুক্রবার (২৭ মে) বেলা ১১টার দিকে কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই। মাদকের সাথে জড়িতরা যে দলেরই হউক, তাদের আইনের আওতায় আনতে হবে।”
তিনি বলেন, বিজিবি সীমান্তে মাদক ও মানবপাচাররোধে কাজ করছে। আমাদের দেশে মাদকসেবীর ৫০% হচ্ছে তরুণ। আমাদের ২৪ প্রকার মাদক আসে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে। মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে ২৭৪ কিলোমিটার। সীমান্তে কাজ করা অনেক দুরূহ ব্যাপার। তাই, বিজিবি হেলিকপ্টার থেকে শুরু অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।”
আসাদুজ্জামান খান কামাল বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা। বিজিবি সদস্যরা দেশের জন্য দুঃসাহসিক কাজ করে যাচ্ছে।”
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ২০৪০ সালে উন্নয়নশীল দেশে উপনীত হব।”